গাজা বাহানামাত্র, লাল গরুতে সওয়ারিদের মূল নিশানা আল আকসা!

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১২:৪৩

১৯৬৭ সালের ৭ জুন। আরব-ইসরায়েল যুদ্ধ চলছে। ইসরায়েল জেরুজালেম দখল করে নিয়েছে। হলিউড মুভি স্টাইলে হেলিকপ্টার থেকে প্যারাসুটে ভর করে ইসরায়েলি সেনারা একের পর এক আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামতে থাকলেন। তাঁরা কম্পাউন্ডে অবাক বিস্ময় নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলেন।


ইসরায়েলি ইহুদি হিসেবে আল আকসা কম্পাউন্ডের মধ্যে এভাবে অস্ত্র হাতে তাঁরা ঘুরে বেড়াতে পারছেন, এটা সেনাদের নিজেদের কাছে বিশ্বাস হচ্ছিল না। পুরো বিষয়টি তাঁদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল।


এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ধর্মযাজক বা রাবাই শ্লোমো গোরেন (যিনি পরবর্তীতে ইসরায়েলের প্রধান রাবাই হয়েছিলেন) প্রতিরক্ষা বাহিনী আইডিএফএর (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) কমান্ডার জেনারেল উজি নারকিসের কাছে এলেন।


রাবাই গোরেন জেনারেল নারকিসকে বললেন, ‘উমরের মসজিদকে (আল আকসা কম্পাউন্ডের সোনালি গম্বুজওয়ালা মসজিদ; যেটিকে আরবরা বলে ‘কুব্বাতুস সাখ্‌রা’ আর ইসরায়েলিরা ও পশ্চিমারা বলে, ‘ডোম অব দ্য রক’। ‘কুব্বাতুস সাখ্‌রা’ ও ‘ডোম অব দ্য রক’-উভয়ের অর্থ ‘শিলা পাথরের গম্বুজ’। বর্তমান কাঠামোটি ইসলামের দ্বিতীয় খলিফা উমর রা. এর জেরুজালেম জয়ের পর নির্মিত হয়েছিল) এক শ কেজির বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার এখনই মোক্ষম সময়। এখনই আমরা এই কাজ শেষ করতে চাই।’


জেনারেল নারকিস তাঁকে ধমক দিলেন, ‘রাবাই, চুপ করুন।’


সামরিক কমান্ডারের ধমকে রাবাই গোরেনের চুপসে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি দমে গেলেন না। তিনি জেনারেল নারকিসকে পীড়াপীড়ির সুরে বলতে লাগলেন, ‘আজকের এই মুহূর্তের যে বিশাল অর্থ, তা আপনি ধরতে পারছেন না। এটি আমাদের কাছে এক বিশাল সুযোগ। এটি এখনই আমরা কাজে লাগাতে পারি; এই মুহূর্তেই পারি। আজ থেকে কালকে গড়ালেই এটি আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে।’


এবার জেনারেল নারকিস ভারিক্কি গলায় বললেন, ‘রাবাই, আপনি যদি চুপ না করেন তাহলে আমি আপনাকে এখনই এখান থেকে সোজা জেলে পাঠিয়ে দেব।’
এবার গোরেন চুপ হয়ে গেলেন। তাঁর মুখ কালো হয়ে গেল।


১৯৬৭ সালের ছয় দিন ব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধের সময়কার এই বর্ণনা ঠিক এইভাবে পাওয়া যাবে আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক (যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রাজনীতিবিষয়ক মাসিক পত্রিকা আমেরিকান প্রসপেক্ট-এর সম্পাদক) ও লেখক গেরশোম গোরেনবার্গের লেখা এনড্ অব দ্য ডেজ: ফান্ডামেন্টালিজম অ্যান্ড দ্য স্ট্রাগল ফর দ্য টেম্পল মাউন্ট বইয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us