প্রখ্যাত মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তার কর্মীদের ফিলিস্তিন বা গাজা সংক্রান্ত খবরগুলোতে ‘গণহত্যা’, ‘জাতিগত নিধন’, ‘অধিকৃত ভূখণ্ড’ ও ‘শরণার্থীশিবিরের’ মতো শব্দগুলো লিখতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্টারসেপ্টের প্রতিবেদন থেকে জানা গেছে, নিউইয়র্ক টাইমসের গোপন সম্পাদকীয় নীতি জারি করা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই। সেখানে নির্দেশনা দেওয়া হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে প্রতিবেদন কীভাবে করতে। দ্য ইন্টারসেপ্টের এই প্রতিবেদন প্রকাশের পর নিউইয়র্ক টাইমসের সাংবাদিকতা নীতি ও জনমত গঠনে তাদের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।