জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমানবাহিনী।
আঞ্চলিক দুই নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, জর্ডান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের রাডার সিস্টেম ইরাক ও সিরিয়া থেকে কোনো ড্রোন আসছে কিনা তার ওপর নজর রাখছে।
জর্ডানের উত্তরের সিরিয়া সীমান্তবর্তী নগরগুলোর বাসিন্দারা আকাশে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মধ্য ও দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও একই ধরনের শব্দ পাওয়ার কথা বলেছেন।