একজন চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন, সে বিষয়ে আইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনটা করছি, সেখানে এটা রাখব—একজন চিকিৎসক কতসংখ্যক রোগী দেখতে পারবেন। সঠিক সময়ে সঠিক রোগী দেখার ব্যবস্থা যাতে হয়। ওই ভাবেই আমরা আইনটা করব। অল্প রোগী দেখবেন, ভালোভাবে দেখবেন। রোগীদের সময় দিয়ে দেখতে হবে। তখন ডাক্তারদের প্রতি রোগীদের আস্থা আসবে।’