কলকাতার কাছে বিধ্বস্ত পন্তরা গুনছেন লাখ টাকা জরিমানা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১৮:০০

বিশাখাপত্তনমে গতকাল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং-বোলিং কোথাও পাত্তা পায়নি দিল্লি। বিধ্বস্ত হওয়ার পর দিল্লিকে দুঃসংবাদও শুনতে হয়েছে। অধিনায়ক ঋষভ পন্তসহ দলটির ক্রিকেটারদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা জরিমানা। 


ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক বিবৃতিতে পন্তসহ দিল্লির ক্রিকেটারদের জরিমানার কথা নিশ্চিত করেছে। জরিমানার কারণ মূলত স্লো ওভার রেট। এ কারণে কলকাতার বিপক্ষে বোলিংয়ের শেষ কয়েক ওভার দিল্লিকে ৩০ গজ বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে। দিল্লি অধিনায়ক পন্তকে করা হয়েছে ২৪ লাখ রুপি জরিমানা, বাংলাদেশি মুদ্রায় তা ৩১ লাখ ৫৬ হাজার টাকা। জরিমানার ব্যাখ্যায় আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের আচরণবিধির আওতায় ওভার রেটের সমস্যার কারণে এটা তার দলের দ্বিতীয় অপরাধ। এ কারণে পন্তকে ২৪ লাখ ভারতীয় রূপি জরিমানা করা হয়েছে। একাদশে থাকা বাকি ক্রিকেটার, এমনকি ইমপ্যাক্ট খেলোয়াড়—প্রত্যেককেই ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যা তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us