পনির দিয়ে বেগুনের এই পদটি ঈদের দিন রান্না করতে পারেন

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ২১:৪০

চেনা–অচেনা স্বাদ, গন্ধেই জমে ওঠে ঈদের দিনের খাবার টেবিল। তবে বিশেষ দিন পোলাও-কাবাবের পাশাপাশি টেবিলে রাখতে পারেন বেগুনেই এই পদ। স্বাদে ভিন্ন এই পদে অতিথিও আনন্দ পাবেন। রেসিপি দিয়েছেন দিল আফরোজ।


পনির বেগুন


উপকরণ: বেগুন ১টি বড়, মরিচগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব ৩ টেবিল চামচ, গ্রেট করা চিজ ৩ টেবিল চামচ, ডিম ১টি, তেল ৪ টেবিল চামচ, টমেটো ১টি ও লবণ পরিমাণমতো।


প্রণালি: প্রথমে বেগুন ধুয়ে গোল করে কেটে দাগ কেটে দিন। পেঁয়াজবাটা, মরিচগুঁড়া, লবণ, তেল ও ডিম একসঙ্গে মিশিয়ে দিন। এবার বেগুনের দুই পিঠেই ভালোভাবে মিশিয়ে লাগান। তেল মাখানো ট্রেতে বেগুন রেখে দিন। ওপরে চিজকুচি, টমেটো ও ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিন। মাইক্রোওয়েভ ওভেনে ৬ মিনিট মাইক্রোতে রান্না করুন। এরপর ৪ মিনিট গ্রিল করুন। সাজিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us