তাইওয়ানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি টানেল ধসে পড়েছে। এতে করে সেগুলোর ভেতর অন্তত ৮০ জন আটকা পড়েছেন। এছাড়া কেন্দ্রীয় হুয়ালিয়েন সিটি থেকে তোরোকো জাতীয় পার্কে যাওয়া চারটি মিনিবাসের ভেতর আটকা পড়েছেন আরও ৫০ জন।
বুধবার (৩ এপ্রিল) ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। এতে কয়েকটি ভবন ও পাহাড় ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন।
তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টির জিনওয়েন এবং কুইংশু টানেলে আটকে আছেন ৭৭ জন। অপরদিকে তারাকো জাতীয় পার্কের চোংদে টানেলে আটকে আছেন দুজন জার্মান নাগরিক।