শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ দুটি হওয়ার কথা ছিল গতকাল। সাভারে দুর্ঘটনায় তৈরি হওয়া যানজটে দলগুলো বিকেএসপিতে পৌঁছাতে পারেনি বলে ম্যাচ দুটি নিয়ে আসা হয় আজ। বিএসএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল, ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ৪ উইকেটে হারায় পারটেক্সকে। দিনের অন্য ম্যাচে ফতুল্লায় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটারস।
শেখ জামাল-রূপগঞ্জ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাইফ হাসানকে হারায় শেখ জামাল, শিগগিরই তারা পরিণত হয় ২৬ রানে ২ উইকেটে। সেখান থেকে দলটিকে টানেন ওপেনার সৈকত আলী। ৭ রানের জন্য সেঞ্চুরি পাননি, আল-আমিন হোসেনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১০৬ বলে ৯৩ রানের ইনিংসে ৮টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা।
সৈকতের ৯৩ রানের সঙ্গে ছয়ে নামা ইয়াসির আলীর ৪৩ বলে ৪০ ও আটে নামা জিয়াউর রহমানের ৩২ বলে ৪০ রানের ইনিংসে শেখ জামাল যায় ২৪৭ রান পর্যন্ত। টপ অর্ডারের তিনজনের পর ইয়াসিরকেও ফেরান রূপগঞ্জ পেসার আল-আমিন।