কীভাবে বেছে নেবেন সঠিক ওয়াশিং মেশিন

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩৯

ঘর–গৃহস্থালির কাজ সহজ করতে এখন কত–না যন্ত্র। এই যেমন আমাদের রোজকার কাপড় ধোয়ার কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন। বাজারে প্রচলিত বেশির ভাগ ওয়াশিং মেশিন এখন ময়লা কাপড় শুধু ধুয়েই দেয় না, প্রায় ৭০-৮০ ভাগ শুকিয়েও দেয়। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের মুখ্য বাণিজ্য কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘ওয়াশিন মেশিন এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য হয়ে উঠছে। একজন ব্যাচেলর যাতে এই সুবিধা নিতে পারেন, তার জন্য দামটাও সেভাবেই রাখা হয়েছে ওয়ালটনে।’


ওয়াশিং মেশিন কেনার ক্ষেত্রে ক্রেতাদের সাধারণত তিনটি চাহিদা থাকে। এক. বিদ্যুৎ আর পানিসাশ্রয়ী হবে। দুই. কাপড় ভালোমতো পরিষ্কার হবে এবং তিন. দাম সাধ্যের মধ্যে থাকবে। ‘সাধারণত অটোমেশন আর ম্যানুয়াল এই দুই প্রক্রিয়ায় ওয়াশিং মেশিন কাজ করে। তবে ক্রেতাদের কাছে আধা স্বয়ংক্রিয় (সেমি অটো) আর পুরো স্বয়ংক্রিয় (অটোমেটিক) ওয়াশিং মেশিনগুলোর চাহিদা বেশি।’ জানালেন রাজধানীর পান্থপথ রোডের ইলেকট্রনিক ব্র্যান্ডের ডিলার রায়হান ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us