১.৩ ওভারে ২/২। যে দুজন আউট হয়েছেন, কেউই রান করতে পারেননি। একজন ম্যাচের প্রথম বলেই আউট, আরেকজন ভুগেছেন ৮ বল ধরে।
বাংলাদেশের ব্যাটিংয়ের এ ঘটনা এখন নিয়মিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২১, ২৩ ও ৮ রানে বাংলাদেশ হারিয়েছিল প্রথম ২ উইকেট। অবশ্য টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এরপরও বাংলাদেশের ব্যাটিংয়ের ‘উন্নতি’ হয়েছে বলতে হবে। এদিনই যে এ দফা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ১০০ পেরোল বাংলাদেশ!
তবে শেষ পর্যন্ত হারতে হয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানেই। এ ম্যাচে কিছু ইতিবাচক দিক থাকলেও তা যথেষ্ট নয় বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে। টপ অর্ডার নিয়ে নিজের হতাশাটাও ঠিক লুকাননি তিলকারত্নে।