শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কারে ভূষিত করা নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, 'ইউনেস্কো ড. ইউনূসকে এ ধরনের বা এই নামে কোনো পুরস্কার দেয়নি।' এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে ইউনূস সেন্টার।
আজ বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ২০২৪ সালের ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছিল।'
'বাকু ফোরামের আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে জানান যে এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।'