ক্যাথলিক ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস সম্প্রতি সুইজারল্যান্ডের একটি মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করেন। কিন্তু সাক্ষাৎকারটি আনুষ্ঠানিক সম্প্রচারের আগেই প্রকাশ হয়ে যায়। সেখানে তিনি বলেছেন, “রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেইনের শান্তি আলোচনার সাহস থাকা উচিত।”
সাক্ষাৎকারটি প্রকাশ হবার পর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “ন্যায়সঙ্গতভাবে এই যুদ্ধের পরিসমাপ্তির উপায় হচ্ছে পুতিনকে ক্ষমতা থেকে সরানো।” তাকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “অত্যাচারীর পতন না হওয়া পর্যন্ত শান্তি আসবে না।”