আকর্ষণীয় লুক ও ডিজাইনের বাইক আনলো হোন্ডা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১৪:৩১

জনপ্রিয় টু হুইলার সংস্থা হোন্ডা নতুন বাইক আনছে বাজারে। হোন্ডা সিবি১২৫ আর বাইকটি ১২৫ সিসির হাই-পারফরম্যান্স ইঞ্জিনের সঙ্গে এতে রয়েছে আকর্ষণীয় লুক ও ডিজাইন। যা তরুণ বাইক-প্রেমীদের আকর্ষিত করবে বলার অপেক্ষা রাখে না। ইউরোপের বাজারে এটি হোন্ডার সবচেয়ে সস্তা এআই লাইসেন্সযুক্ত মোটরসাইকেল।


মোটরসাইকেলে ইঞ্জিন রয়েছে ডিওএইচসি ৪ভি, ১২৫ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি সর্বোচ্চ ১৪.৭৫ হর্সপাওয়ার এবং ১১.৬ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ও এক্সহস্ট সিস্টেম রয়েছে বাইকে। হোন্ডা সিবি১২৫ আরের সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us