মাঝেমধ্যে কেনাকাটা মনকে করে তোলে ফুরফুরে, মেটে প্রয়োজনও। কিন্তু এমন যদি হয়, আপনি যা-ই দেখছেন, তা-ই কিনতে ইচ্ছে করছে! না কেনা পর্যন্ত মনকে কিছুতেই দূরে সরাতে পারছেন না। আর এভাবে মাস শেষে গিয়ে আবিষ্কার করলেন, এমন অনেক কিছুই কিনে ফেলেছেন, যেগুলো হয়তো আপনার কেনার দারকারই ছিলো না।
আপনার অবস্থা যদি এমন হয়, তাহলে জেনে রাখুন, আপনি ‘শপাহোলিক’—কেনাকাটায় নেশাগ্রস্ত। এই নেশাও কোনো অংশে কম ক্ষতিকর নয়।