বাইডেন-নেতানিয়াহু বন্ধুত্বে ফাটল

যুগান্তর প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ২২:৫৯

গাজায় ইসরাইলের ভয়াবহতায় শুরু থেকেই পাশে থেকেছে যুক্তরাষ্ট্র। আধুনিক সব যুদ্ধাস্ত্রসহ আর্থিক সহায়তা দিয়ে পাশে থেকেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির প্রস্তাবেও টানা তিনবার ভেটো দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সমর্থনে স্থগিত হয়েছে গাজার যুদ্ধবিরতি। অবশেষে সোমবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। ফলে প্রথমবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বেশ ক্ষিপ্ত হয়েছে ইসরাইল। এমনকি বাইডেন-নেতানিয়াহুর পরম বন্ধুত্বে ইতোমধ্যেই দেখা দিচ্ছে ফাটল। ওয়াশিংটন পোস্ট। 


গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়া থেকে বিরত থাকার ব্যপারটিকে মোটেও ভালো চোখে দেখেনি ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী ইসরাইলের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছে। সোমবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবটির পাশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ‘ব্যর্থতা’ মার্কিন প্রশাসনের আগের অবস্থান থেকে ‘স্পষ্টত সরে আসার উদাহরণ’। একই বক্তব্যে আরও বলা হয়, ‘এই প্রত্যাহার যুদ্ধ প্রচেষ্টা এবং জিম্মিদের মুক্তির প্রচেষ্টা উভয়কেই আঘাত করে। কারণ এটি হামাসকে আশা দেয় যে, আন্তর্জাতিক চাপ আমাদের জিম্মিদের মুক্তি না দিয়ে যুদ্ধবিরতি মেনে নিতে দেবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us