পুতুলনাচে সচেতনতা সৃষ্টিতে চম্পা বেগমকে সম্মাননা

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৯:২১

ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় শিশু-কিশোরদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতার বার্তা দেওয়াসহ পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে ‘ঝুমুর বীণা পুতুলনাচ’। সেই অবদানের পুরস্কার পেলেন ‘ঝুমুর বীণা পুতুলনাচ’-এর স্বত্বাধিকারী চম্পা বেগম।


গতকাল বৃহস্পতিবার বিশ্ব পুতুলনাট্য দিবসে সম্মাননা দেওয়া হয়েছে পুতুলনাট্য শিল্পী চম্পা বেগমকে। দিনটি উদ্‌যাপন করা হয় সম্মাননা, আলোচনা ও পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে সম্মাননা দেওয়া হয় চম্পা বেগমকে। অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আগে আমার স্বামী পুতুলনাচ করত। এরপর আমি আর আমার ছেলে চালাই। আমার একটাই কথা, শুধু আমি না বাংলাদেশে যাঁরা পুতুলনাচ করেন তাঁদের এ শিল্প এগিয়ে নিতে যেন সহযোগিতা করা হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us