আজ বিশ্ব বন দিবস। দেশের বন বা বনাঞ্চলগুলো কেমন আছে? দখল, পাহাড় ধ্বংস ও গাছ নিধনের কারণে দিন দিন বনভূমির পরিমাণ কমে আসছে, তাতে সন্দেহ নেই। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলগুলোতে গাছ নিধন নতুন নয়। গভীর বনে ঢুকে গাছ কেটে সাবাড় করে ফেলা হচ্ছে। সেই গাছ পাচার করা হচ্ছে।
প্রাকৃতিক বনভূমির এমন সর্বনাশ করায় পার্বত্য এলাকা ও সেখানকার অধিবাসীদের জীবন হুমকির মুখে পড়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।