মোটাদাগে যদি বলি, আমাদের ব্যাংক খাতে আমি ছয়টা সমস্যা দেখি। প্রথমত, অনাদায়ী বা খেলাপি ঋণ, যার পরিমাণ বিশাল। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ২০২৩ সালে ছিল ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, কোনো একটি দেশের অর্থনীতি স্বাস্থ্যের অবস্থা সবল থাকলে মোট ঋণের ২ বা ৩ শতাংশের বেশি খেলাপি হওয়া উচিত নয়। বাংলাদেশে তা ৯ শতাংশ। সুতরাং স্বাভাবিকভাবেই ঋণ যদি অনাদায়ী থাকে তাহলে ব্যাংক খাতের আয়ে তা নেতিবাচক প্রভাব ফেলবে, ব্যাংকিং খাতের নাজুক অবস্থা আরও বেড়ে যাবে।