পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে খনিতে আটকা পড়া ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
খোস্তের খনি অঞ্চলে হারনাইয়ের একটি খনিতে গভীর রাতে এই বিস্ফোরণটি ঘটে। এতে শ্রমিকেরা পাশের খনির প্রায় ২৪০ মিটার (৮০০ ফুট) নিচে আটকে পড়ে। উদ্ধারকারীরা রাতভর কাজ করে বুধবারের মধ্যে ১২ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।