আইনি বিপাকে জনপ্রিয় গায়ক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

পাঞ্জাবি গানের জন্য ভারতজুড়েই খ্যাতি দিলজিৎ দোসাঞ্জের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছেন তিনি। শুধু যে গায়ক, এমনও কিন্তু নন। সমানতালে অভিনয়ও করেন এই তারকা। সেসবের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন। 


তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি ঘটে গেলো। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এ গায়ককে। যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।


প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের পক্ষ থেকে দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ করেছিলেন। তার অভিযোগ, ‘পাঞ্জাবি পপস্টারের লাইভ শো-এর গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।’ সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও দেওয়া হয়েছিল। যেখানে দেখা যায়, দিলজিৎ তার লাইভ শো-তে মদ, মাদক এমনকি হিংসাকে প্রচার করছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us