গুগল স্টোরেজ ফুল, সমাধান করবেন যেভাবে

www.kalbela.com প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৬:০৫

আপনি স্মার্টফোন ব্যবহারকারী হলে 'স্টোরেজ ফুল' নোটিফিকেশনটি কখনো না কখনো পেয়েছেন। গুগল ব্যবহারকারীরা তাদের তথ্য সংরক্ষণের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেয়ে থাকেন। তবে অব্যবস্থাপনাসহ নানান কারণে অল্প সময়েই তা পূর্ণ হয়ে যায়। 'স্টোরেজ ফুল' নোটিফিকেশন আসতে থাকে।


যার ফলে অনিচ্ছা সত্ত্বেও অনেক দরকারি তথ্য মুছে ফেলতে বাধ্য হন। তবে সঠিক ব্যবস্থাপনা ও কয়েকটি কৌশল ব্যবহার করে এই ১৫ জিবি স্টোরেজ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা সম্ভব, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।


চলুন জেনে নেওয়া যাক কীভাবে স্টোরেজের সঠিকভাবে ব্যবহার করবেন?


১। অবাঞ্ছিত মেইল মুছে ফেলা


গুগল স্টোরেজের একটি বড় অংশ দখল করে রাখে ইমেইল। যার মধ্যে থাকে অবাঞ্ছিত ইমেইল, যেমন: প্রমোশনাল, স্প্যাম বা সাইজে বড় ফাইল। এ ধরনের ইমেইল বা ফাইলগুলো মুছে ফেলতে হবে। ইমেইল গুলো মুছতে কিছু ধাপ অনুসরন করতে হবে।


বড় ফাইল খুঁজে মুছুন : জিমেইলের সার্চ বক্সে টাইপ করুন has:attachment larger:10M। ফলাফলে ১০ মেগাবাইটের চেয়ে বড় সাইজের ইমেইলগুলো দেখাবে। সেগুলো রিভিউ করে প্রয়োজন না থাকলে ডিলিট করতে পারেন।


স্প্যাম ও প্রমোশনাল ইমেইল মুছে ফেলা : নিয়মিতভাবে স্প্যাম ও প্রমোশন ফোল্ডার চেক করে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলুন। এ ধরণের ইমেইল গুলো স্টোরেজের বেশ বড় একটি জায়গা দখল করে রাখে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us