অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতাই লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ২১:০৫

টি-টোয়েন্টি বা ওয়ানডে—কোনো সংস্করণেই বাংলাদেশের মেয়েরা কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপনের কাছে যেন অতীত ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ঘরের মাঠে খেলা বলেই যেন অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের নির্বাচক। 


অস্ট্রেলিয়া নারী দলের কাছে অবশ্য বাংলাদেশের মাঠ বেশ অচেনা। ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম বাংলাদেশে এল অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী ক্রিকেটে বাংলাদেশ‍অস্ট্রেলিয়ার এটাই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়ে পরশু শুরু হচ্ছে সিরিজ। প্রতিপক্ষ সাতবারের ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হলেও শিপন তাদের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী লেগেছে শিপনকে। আত্মবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ নারী দল দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডে জিতে এসেছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা জিতেছে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সিরিজ জেতা। সত্যি বলতে ওয়ানডে আমাদের ফোকাসিং পয়েন্ট। ওয়ানডেটাকে আমরা পাখির চোখ করে রেখেছি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us