অনেকেই বাইরে বের হওয়ার সময় এক বোতল পানি নিয়ে বের হন। বিশেষ করে গরমের দিন হলে তো কথাই নেই। বাড়িতে কাচের বা স্টিলের বোতল ব্যবহার করা হলেও রাস্তায় এই ধরনের বোতল ব্যবহার করা বেশ ঝক্কির। ধাক্কা লাগলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এ কারণে অনেকেই প্লাস্টিকের বোতলে পানি নিয়ে বের হন। কেউ আবার পানি নেওয়ার জন্য ব্যবহার করে ধাতব পাত্র। কিন্তু আসলে কোন ধরনের বোতলে পানি খাওয়া স্বাস্থ্যকর?
প্লাস্টিকের বোতল ব্যবহার করার নির্দিষ্ট মেয়াদ রয়েছে। কিন্তু ধাতুর বোতল ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনও বিধিনিষেধ নেই। তা ছাড়া ধাতুর বোতলে দীর্ঘ ক্ষণ পানি ঠান্ডা বা গরম পানি রাখার সুবিধাও আছে। ধাতুর বোতল সাধারণত পুনর্ব্যবহারযোগ্য। প্লাস্টিকের বোতল পরিবেশবান্ধব নয়। তাই নিত্য ব্যবহারের জন্য ধাতুর বোতলই ভালো।