চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরব গত ১১ মার্চ চলতি বছরের পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। চান্দ্রমাস হওয়ায় প্রতিবছরই দেশে দেশে রমজান মাস শুরুর ক্ষেত্রে দু–এক দিনের হেরফের হয়। একেকটি দেশে এমনটা যে শুধু মাস শুরুর ক্ষেত্রেই হয়, তা কিন্তু নয়। রোজাদারেরা কত ঘণ্টা রোজা রাখবেন, পার্থক্য হয় সেই সময়েও।
বিশ্বজুড়েই দিনব্যাপী রোজা রাখা হয় সাধারণত ১২ থেকে ১৭ ঘণ্টা। একজন রোজাদার পৃথিবীর কোন স্থানে অবস্থান করছেন, তার ওপর ভিত্তি করে রোজা রাখার সময়ে এই পার্থক্য হয়ে থাকে।