পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখা না–রাখা নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা-বিতর্কের সূত্রপাত হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মন্তব্যগুলোর দিকে চোখ রাখছিলাম।
বেশ দুঃখ হলো এটা দেখে যে অনেকেই স্কুল বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছেন। তাঁদের একমাত্র যুক্তি, রমজানে শিশুদের স্কুলে নিতে ও আনতে শিশু এবং অভিভাবক—উভয়েরই কষ্ট। তাঁর চেয়ে বরং বাচ্চারা ঘরে আরামে থাকুক। তাঁদের আরেকটা কথা, রমজানে স্কুল খোলা থাকলে শহরে যানজট বাড়বে। স্কুল বন্ধ থাকলে রাস্তাঘাট ফুরফুরা থাকবে।