বইমেলা: ফিরে দেখা

আজকের পত্রিকা মানবর্দ্ধন পাল প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১০:১০

বইমেলায় অনাকাঙ্ক্ষিত দর্শকদের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে! ছবি: আজকের পত্রিকা‘ভাঙল মিলনমেলা ভাঙল।’ ফেব্রুয়ারি মাসের আটাশ দিনের একুশের বইমেলা এবার একত্রিশ দিনে শেষ হলো। লিপইয়ারের ও প্রকাশকদের আবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বেড়েছে মোট তিন দিন। পাঠক ও প্রকাশকেরা সানন্দে উপভোগ করেছেন বাড়তি চব্বিশ প্রহর। বায়ান্নর ভাষা আন্দোলনের স্মারক বাঙালির চেতনার উৎসব, প্রাণের উৎসব, মননের উৎসব একুশের বইমেলা।


আমাদের জাতীয় সাংস্কৃতিক চেতনা ও স্বাধীনতার মর্মমূল ভাষা আন্দোলনের গর্ভ থেকে জন্ম নিয়েছে এই একুশের বইমেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us