সোমবার (১১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম ঢাকা ওয়াসার মিরপুর জোন অভিযানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, ঢাকা ওয়াসার মিরপুর মডস জোন ৪ ও ১০ এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অতিরিক্ত রিডিং দেখিয়ে বিল প্রস্তুত করা, হয়রানির উদ্দেশ্যে পানি সরবরাহ বন্ধ রাখা ও ঘুষের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।