লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগে অবস্থানে তিনে। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৫৯ আর রিয়াল শীর্ষে আছে ৬৬ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়নস লিগে বার্সা শেষ ষোলোতে উঠলেও খুব যে ছন্দে আছে, তা বলা যাবে না। নাপোলির মাঠ থেকে প্রথম লেগ ১–১ গোলে ড্র করে এসেছে তারা।
সব মিলিয়ে ক্লাবটির সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে দুদিন আগে বলেছেন, ‘বার্সা সমর্থকেরা সত্যটা জানতে চায়। যদি আমরা এই বাস্তবতার মধ্যে থাকি, আমাদের এসব কথা বলতে হবে। একটা বিভ্রান্তি তৈরি করে বলতে পারি না যে আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে যাচ্ছি; যখন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থই নেই।’