ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই খেলছেন দীনেশ কার্তিক। লম্বা ক্যারিয়ারে খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবারের আসরে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর এই জার্সিতেই ইতি টানতে যাচ্ছেন আইপিএল ক্যারিয়ারের। এবারের আসর শেষেই আইপিএলকে বিদায় বলবেন কার্তিক, এমনটাই জানিয়েছেন ইএসপিএনক্রিকইনফোকে।
শুধুই আইপিএল নয় আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কার্তিক। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটকিপার ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের অপেক্ষায়। ক্রিকইনফো বলছে, আইপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণাও দিতে পারেন কার্তিক।
আইপিএল ইতিহাসে মাত্র ৭ জন ক্রিকেটার সবগুলো আসরে খেলেছেন। তাদের মধ্যে একজন কার্তিক। এই তালিকার বাকি ৬ জন হলেন—মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পাণ্ডে।