এক লাফে ১০৮ ধাপ এগোলেন কার্তিক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৫:২৬

সবশেষ আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে তিন বছর পর ডাক পান জাতীয় দলে। আন্তর্জাতিক আঙিনায় ফিরেও ছন্দ ধরে রেখে র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন দিনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উজ্জ্বল পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয় এই ব্যাটসম্যান এক লাফে এগিয়েছেন ১০৮ ধাপ!


আইপিএলে ‘ফিনিশার’ হিসেবে নিজেকে নতুন করে চেনান কার্তিক। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে খুনে মেজাজে প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে দিতেন তিনি। একই ভূমিকা ছিল তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।


ছয়-সাতে ব্যাটিংয়ে নেমে এক ফিফটি ও ১৫৮.৬২ স্ট্রাইক রেটে রান করেন ৯২। সিরিজের চতুর্থ ম্যাচে গত শুক্রবার আসে তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি। দলের বিপর্যয়ে নেমে করেন ২৭ বলে ২ ছক্কা ও ৯ চারে ৫৫ রান।


কার্তিক টি-টোয়েন্টিতে এখন ৮৭ নম্বর ব্যাটসম্যান। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে একমাত্র ভারতীয় ইশান কিষান। দুই ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ২০৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান আছেন ষষ্ঠ স্থানে।


টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ধরে রেখেছেন বোলারদের শীর্ষস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us