শুরু হয়েছিল ‘নাগিন–নাচ’ দিয়ে, এরপর টাইমড্ আউট বিতর্ক। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যা হলো, বাংলাদেশ–শ্রীলঙ্কা দ্বৈরথে সেটিকে বলতে পারেন ‘স্নিকো–বিতর্ক’।
ঘটনাটা বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্ডোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য সরকার। বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার পরই আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন। ব্যাটসম্যান সৌম্য সরকার অন্য প্রান্তের ব্যাটসম্যান লিটন দাসের সঙ্গে কথা বলে রিভিউ নিলেন। এরপর তাকিয়ে থাকলেন বড় পর্দার দিকে। সেখানে আল্ট্রা–এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন। চোখেমুখে তখন আরেকটি সুযোগ নষ্ট করার হতাশা। সেই হতাশা কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নিল। কারণ আল্ট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করলেন, বল ব্যাটে লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়।