সিন্ডিকেটের মাধ্যমে যারা মানুষকে কষ্ট দেয় তারা দেশদ্রোহী: নাছিম

সমকাল প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:২৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘সব ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার। তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা দরকার। যারা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লাভ করে তারা দেশবিরোধী ও দেশদ্রোহী। এদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আওয়ামী লীগ ও সরকার তার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’


আজ রোববার মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফারুক ইকবাল এর ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর মৌচাক চৌরাস্তা মোড়ে স্থাপিত শহীদ ফারুক ইকবাল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সরকার আন্তরিকভাবে দ্রব্যমূল্য কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, ফলে জিনিসপত্রের দামও বেড়েছে। দেশের মানুষ কষ্টে আছে এটি আমরা স্বীকার করেই দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছি। যারা মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করতে চায় তাদের হাত থেকেও দেশবাসী মুক্তি চায়।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us