গাজায় ত্রাণ নিতে গিয়ে আহতদের একটি বড় অংশ গুলিবিদ্ধ: জাতিসংঘ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ২২:৫৮

গাজা সিটির কাছে গত বৃহস্পতিবার ত্রাণবাহী ট্রাকের বহর ঘিরে ফিলিস্তিনিদের ভিড়ের মধ্যে গুলির ঘটনায় আহতদের দেখতে আল-শিফা হাসপাতালে গিয়েছিল জাতিসংঘের একটি দল। হাসপাতাল পরিদর্শন শেষে জাতিংঘের দলটি বলেছে, আহতদের মধ্যে একটি বড় অংশ গুলিবিদ্ধ।


অথচ নক্কারজনক এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজেদের দায় অস্বীকার করে একেক সময় একক কথা বলছে। বৃহস্পতিবার ভোরের ওই ঘটনায় ১১২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


ইসরায়েলি সেনারা ওইদিন ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে সরাসরি গুলি করেছে বলে অভিযোগ করেছে হামাস। আর ইসরায়েল বলছে, ফিলিস্তিনিরা যখন ত্রাণবাহী ট্রাক থেকে ত্রাণ লুটপাট করে নিয়ে যাচ্ছিল তখন তারা তাদের সতর্ক করতে ফাঁকা গুলি ছোড়ে এবং তাতে আতঙ্কিত হয়ে ফিলিস্তিনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ‘পদদলিত’ হয়ে অনেক মানুষ মারা যায়। ঘটনার পরপর ইসরায়েল ত্রাণবাহী ট্রাকের নিচে চাপা পাড়ে সাধারণ ওই ফিলিস্তিনিরা প্রাণ হারিয়ে বলেও দাবি করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us