স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ৩টিতে ভোট পড়ার হার ৪২ শতাংশের নিচে ছিল। এর দুটিই অনুষ্ঠিত হয়েছে গত ১০ বছরে। গত এক দশকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও দেখা গেছে, ভোটারদের বেশির ভাগ ভোট দিতে যাননি। সর্বশেষ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৪১ দশমিক ৮০ শতাংশ। অবশ্য ভোটের এই হার নিয়ে নানা সন্দেহের পাশাপাশি প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল।
নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ভোটের প্রতি সাধারণ মানুষের একধরনের অনাগ্রহ তৈরি হতে থাকে। ওই নির্বাচনে বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য জয়ী হন। তখন বিরোধীরা নির্বাচন বর্জন করে এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। মূলত এসব ঘটনায় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কমতে থাকে। এর পর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রবণতা বাড়তে থাকে।