অভিশ্রুতির প্রকৃত পরিচয় মিলেছে, কুষ্টিয়ার বাড়িতে শোকের মাতম

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ২২:১০

সাংবাদিক মেয়ের সঙ্গে কথা বলবেন। তাই হন্যে হয়ে নিজের মোবাইল ফোন খুঁজছেন মা বিউটি বেগম। কখনো ফোনের জন্য চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলছেন। ফোনকল পেলেই ঢাকায় মেয়ে বৃষ্টি খাতুনের কাছে ছুটে যাবেন। ছোট মেয়ে বর্ষা মাকে শান্ত করার চেষ্টা করছেন। প্রতিবেশীরাও যেন শোকে পাথর হয়ে গেছেন! 


রাজধানী ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর (প্রকৃত নাম বৃষ্টি খাতুন) মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায় আজ শুক্রবার দুপুর ২টায়। এরপর থেকেই বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের মাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছেন প্রতিবেশীরা। গ্রামের বাড়ি থাকেন মা বিউটি বেগম ও তাঁর ছোট বোন দশম শ্রেণির ছাত্রী বর্ষা। 


ঢাকায় অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত বৃষ্টি খাতুনের গ্রামের বাড়িতে ইডেন মহিলা কলেজ থেকে পাওয়া একটি ক্রেস্ট পাওয়া গেছে। ক্রেস্টের গায়ে ‘অভিশ্রুতি বৃষ্টি’ নামটি ইংরেজি লেখা রয়েছে। আর বাকি সমস্ত কাগজপত্রে তাঁর নাম বৃষ্টি খাতুন। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us