পাবনার সুজানগর উপজেলায় অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই দম্পতি একটি ইসলামি জলসা থেকে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। গত শুক্রবার রাতে সুজানগর উপজেলায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন গত শনিবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে আমিনপুর থানায় ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। তবে পুলিশ চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।