অস্কার-২০২৪ এর এবারের আসর বসবে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। ১০ মার্চের দিকে তাকিয়ে গোটা বিশ্বের সিনেপ্রেমীরা। এবার অস্কারের জন্য মনোনীত ‘টু কিল এ টাইগার’-এর টিমের সঙ্গে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুখবর জানান এই অভিনেত্রী। তিনিও এবার অস্কারের দৌড়ে। ইতোমধ্যেই নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী ফিচার ডকুমেন্টারির স্ট্রিমিং ঘোষণা করেছে।
রোববার ইনস্টাগ্রামে একটি ডেডলাইন আর্টিকেলের স্ক্রিনশট পোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন, 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তথ্যচিত্রের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। ২০২২ সালে যখন আমি প্রথম এই ছবিটি দেখি, তখন আমি তত্ক্ষণাত্ এই ছবির মর্মস্পর্শী বর্ণনায় মুগ্ধ হয়ে যাই, যেখানে দেখানো হয়েছে বিচার ব্যবস্থার মধ্যে একজন বাবার তার মেয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সাহসী সংগ্রামের পথ বেছে নিয়েছেন।