নেতাকর্মীর ঐক্যেই ভরসা বিএনপির

সমকাল প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭

ভয়ভীতি, প্রলোভন, হামলা-মামলা আর অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মী। কেউ দল ছেড়ে যাননি, দলও ভাঙেনি। এর ওপর ভরসা করেই আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চায় দলটি। শিগগির লক্ষ্য অর্জনে ‘ধীরে চলো নীতিতে’ চতুর্মুখী তৎপরতা শুরু করেছেন দলটির ‘সতর্ক’ হাইকমান্ড। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হলেও ‘দৃঢ় মনোবল’ রয়েছে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীর। তৃণমূল থেকে শক্তির সঞ্চার করে সরকারবিরোধী এক দফা আন্দোলন শুরু করতে চাচ্ছেন তারা। এ প্রক্রিয়ায় প্রথমে সারাদেশে হামলা-মামলায় নির্যাতিত নেতাকর্মীকে আবারও সক্রিয় করতে নেওয়া হয়েছে নানাবিধ পরিকল্পনা। সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে দাবির সপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জোর তৎপরতাও শুরু করা হয়েছে।


দলের নেতাকর্মীরা জানান, রাজপথের আন্দোলন শুরু ও সরকার পতনের এক দফা দাবি আদায় করতে নিজেদের আরও শক্তিশালী ও সুসংহত করবেন। এ জন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। লক্ষ্য অর্জনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ছাড়াও সংসদ বাতিল আর ‘এক দফা’ দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে দলটির। এ জন্য তৃণমূল পর্যায়ে ইস্যুভিত্তিক ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। ওই আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সংগঠনের দুর্বলতা চিহ্নিত করে তা মেরামত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us