গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার আনছে ওপেনএআই

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪১

গুগল ক্রোমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ব্রাউজার চালু করতে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এই ব্রাউজার ওপেনএআইয়ের চ্যাটবটের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্রাউজারটি আরও নিখুঁত ও নির্ভুল তথ্য প্রদর্শন করতে পারবে। এ উদ্যোগ সফল হলে ব্রাউজার–জগতে গুগল ক্রোমের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে ওপেনএআইয়ের ব্রাউজারটি।


এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও এরই মধ্যে ব্রাউজারের প্রোটোটাইপ বা আদিরূপ তৈরি করেছে ওপেনএআই। ব্রাউজারটির কার্যকারিতা ও সুবিধাদি পর্যালোচনার জন্য বেশ কয়েকজন জনপ্রিয় অ্যাপ নির্মাতা ও শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে। কনডেন্যাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট ও প্রাইসলাইনের মতো অ্যাপ নির্মাতা ও ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ইতিমধ্যেই ব্রাউজারের প্রোটোটাইপ বা নকশা দেখেছে বলে দাবি করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us