ব্যবহারকারীরা ইউটিউবে কোনো ভিডিও সার্চ করলে বা দেখলে সে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে ইউটিউব। ব্যবহারকারীদের আগ্রহ ও ধরন বুঝে নতুন ভিডিওর সুপারিশ করতেই এমনটি করে থাকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। কিন্তু অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশের ভয়ে ইউটিউবের তথ্য সংগ্রহ কার্যক্রমকে সমর্থন করেন না। তবে চিন্তার কিছু নেই, ইনকগনিটো মোড ব্যবহার করে চাইলেই ইউটিউবের সার্চ ও ভিডিও দেখার ইতিহাস সংগ্রহের কার্যক্রম বন্ধ করা যায়।
ইউটিউবের সার্চ ও ভিডিও দেখার ইতিহাস সংগ্রহের কার্যক্রম বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা প্রোফাইল ছবিতে বা নামে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় অ্যাকাউন্ট নামের নিচে বিভিন্ন অপশন দেখা যাবে। প্রদর্শিত অপশন থেকে ‘টার্ন অন ইনকগনিটো মোড’ চালু করলেই আর তথ্য সংগ্রহ করবে না ইউটিউব।