ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। তবে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, ‘শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্রেক নিয়েছেন সাকিব।'
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আঙুলের ইনজুরির জন্য আর দলের হয়ে খেলেননি। সেই সঙ্গে যুক্ত হয়েছে চোখের সমস্যা। সাকিবকে নিয়ে এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা, সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল। তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক।’