চোখের সামনে হঠাৎ সব অন্ধকার দেখাকেই বলে ব্ল্যাকআউট। আরও সহজভাবে বললে, কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাওয়া মানেই ব্ল্যাকআউট। সময়টা কয়েক মিলি সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। তারপর হয়তো নিজে থেকেই আবার ঠিক হয়ে যায় সব। কিন্তু এমন কেন হয়? এই সমস্যা কাটিয়ে ওঠার উপায় আছে কী?
ব্ল্যাকআউট নিজে কোনো রোগ না হলেও একে বলা যায় ‘বড় বিপদের পূর্বলক্ষণ’। তাই এমনটা ঘটলে সতর্ক হওয়া জরুরি। এর কারণ খুঁজে বের করে চিকিৎসা নিতে হবে দ্রুত।