বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘হট ৪০ প্রো’ মডেলের এই ফোনে ৮ গিগাবাইট র্যাম, ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯৯ আলট্রা-স্পিড প্রসেসের ও এক্স-বুস্ট গেমিং ইঞ্জিন থাকায় স্বচ্ছন্দে গেম খেলা যায়। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চি এফএইচডি (ফুল হাইডেফিনেশন) প্লাস আইপিএস পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ভিডিও দেখা যায়। ৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।