পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর ও ইসলামপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী।
কয়েক বছর আগেও দুই গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতেন। তবে সম্প্রতি নদীর ওপর স্থাপিত সেতু সেই দুর্ভোগ দূর করলেও অপরিকল্পিতভাবে নির্মিত এই সেতু এখন মৃতপ্রায় নদীকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
মাসিমপুর ও ইসলামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় ১২০ ফুট প্রশস্ত এ নদীতে ১৫ মিটারের ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছে। আর এটি করতে গিয়ে নদীর দুই পার ভরাট করে সংযোগ সড়ক নির্মাণ করে নদীকে ছোট করে ফেলা হয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট কর্মসূচি নির্মাণ প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ৭৪ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ২০২১-২২ অর্থবছরে সেতুটি নির্মাণ কাজ শুরু করে। গত বছর সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং সংযোগ সড়ক স্থাপন করে সেতুটি ব্যবহারও শুরু হয়।