মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে সংঘর্ষে এবার মর্টার শেল, গুলির শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শাহপরীর দ্বীপের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এপারের মানুষের ঘুম ভাঙে। বেলা ১১টা পর্যন্ত গুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল।
শাহপরীর দ্বীপের বাসিন্দা সালাউদ্দীন বলেন, বৃহস্পতিবার ভোর থেকে যেভাবে বিকট গোলার শব্দ শোনা যায়, তাতে অনেকে আতঙ্কিত। অন্য দিনের চেয়ে বেশিই গোলাগুলি হয়। সীমান্তের জেলেরা মর্টার শেল ও গুলি আতঙ্কে বেশি ভুগছে। দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সীমান্তে সকাল থেকে বৃষ্টির মতো গোলাগুলির শব্দ হয়। সীমান্তের ওপারে আগুনের ধোঁয়া এবং কুণ্ডলীও দেখা যাচ্ছে।