মানিকগঞ্জ সদর উপজেলায় রান্নাঘর থেকে আজহার উদ্দিন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে গড়পাড়া ইউনিয়নের খানপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে ওই যুবকের লাশ রান্নাঘরে ঝুলিয়ে রাখা হতে পারে বলে প্রতিবেশী ও স্বজনদের ধারণা।
বিষয়টি নিয়ে রহস্য দেখা দেওয়ায় ওই যুবকের স্বজনেরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানিয়েছেন। মৃত আজহার খানপাড়া গ্রামের মৃত আহম্মদ উল্লাহর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।