এবার ‘দাঁতের ব্রাশ’ থেকেও সাইবার হামলার ঝুঁকি!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

ইন্টারনেট অফ থিংস বিষয়টির সঙ্গে যাদের পরিচয় নেই, প্রথম তথ্যটিই হয়তো তাদের চোখ কপালে তুলে দেবে– টুথব্রাশেও ইন্টারনেট সংযোগ! এই তথ্যের পরের ধাপ হচ্ছে- এমন লাখ লাখ টুথব্রাশ থেকে তৈরি হয়েছে বড় ধরনের হ্যাকিংয়ের শঙ্কা।


এ টুথব্রাশগুলোকে ‘বটনেট’ নামের এক ক্ষতিকারক ব্যবস্থার সঙ্গে সংযোগ ঘটিয়ে ‘ডিডিওএস’ শ্রেণির আক্রমণ চালানো যেতে পারে  – এমনই সতর্কবার্তা দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। এ ধরনের আক্রমণে বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে বিশাল পরিমাণ ডেটা ট্রাফিক পাঠিয়ে সার্ভার অকেজো করে দেওয়া যায়।


এর ফলাফল হিসেবে বিভিন্ন শীর্ষ ওয়েবসাইট অফলাইনে চলে যাওয়ার শঙ্কাও রয়েছে বলে উঠে এসেছে সুইস সংবাদপত্র আরগুয়ার জেইটাংয়ের প্রতিবেদনে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করা সংবাদপত্রটির দাবি, এতে করে লাখ লাখ ডলারের অর্থও চুরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us