অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে দেওয়া হবে কড়া বার্তা

যুগান্তর প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে বেড়ে যাওয়া দ্বন্দ্ব দ্রুত মেটাতে চায় আওয়ামী লীগ। আসন্ন উপজেলা নির্বাচনের আগেই এর সমাধান করতে চায় ক্ষমতাসীনরা। এ লক্ষ্যে গণভবনে তৃণমূল নেতা এবং দলীয় জনপ্রতিনিধিদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। দল ও সরকারের ভাবমূর্তি যেন কোনো ভাবেই ক্ষুণ্ন্ন না হয় সে বিষয়েও গুরুত্ব দিয়ে সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপি সামনের দিনে কর্মসূচি দিলে তা মোকাবিলায় করণীয় নিয়েও দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সভায় তৃণমূলের নেতারা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাছে তুলে ধরবেন নিজেদের নানা সমস্যা ও অভিযোগের কথাও। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, দলকে আরও ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার বিষয়ে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) দিকনির্দেশনা দেবেন। সরকারের নানা উন্নয়ন এবং সামনের দিনে যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাবেন। নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে বলবেন। এখনো নানা ধরনের ষড়যন্ত্র আছে, এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us