বলিউড সুপারস্টার শাহরুখ খানের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই জার্মানিতে ‘ডন ২’ ছবির শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছিল।জার্মানির বার্লিনে চলছি ‘ডন ২’ ছবির শুটিং। তখন শাহরুখ খানের ধাওয়া করার দৃশ্যে হঠাৎ করেই ছন্দপতন। স্টান্টের গাড়ির সঙ্গে শাহরুখের গাড়ির সজোরে ধাক্কা লাগে। এই ঘটনার নেপথ্য শাহরুখ।
সম্প্রতি এমনটি জানিয়েছেন ছবিতে শাহরুখের সহ-অভিনেতা আলি খান। তিনি বলেন, রোববার শুটিং হচ্ছিল, গাড়ির ভিতরে আমার বাঁ দিকে শাহরুখ ছিলেন। ফারহান গাড়ির পিছনের সিটে এমনভাবে বসেছিলেন যাতে ক্যামেরায় তাকে দেখা না যায়।