চার পণ্যে শুল্কছাড়ে অগ্রগতি নেই, ক্যাব বলছে ‘অবাক বিষয়’

প্রথম আলো প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসের শেষ দিকে চার নিত্যপণ্যের (চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর) শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দেওয়ার পর ইতিমধ্যে পেরিয়ে গেছে এক সপ্তাহ। শুল্কছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ শুরু করলেও বিষয়টি চূড়ান্ত করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পবিত্র রমজান উপলক্ষে ছাড় দেওয়ার এই পরিকল্পনা করা হয়। তবে এখন এই শুল্কছাড় দেওয়া হলেও রোজার সময়ে বাজারে এর প্রভাব কতটুকু হবে, তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা।


রোজা শুরু হতে বাকি এক মাসের মতো। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে বেশির ভাগ নিত্যপণ্য এখন উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। রোজার সময় পণ্যের মূল্য কমাতে শুল্কছাড়ের উদ্যোগ নেয় সরকার। তবে এখন পর্যন্ত কাগজে–কলমে এ বিষয়ে অগ্রগতি নেই। এর মধ্যে অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করে বাজারে ছাড়তে শুরু করেছেন। এনবিআর যদি এখনই শুল্কছাড়ের সিদ্ধান্ত জানায়, তাহলে বাজারে এর প্রভাব পড়বে রোজার মাঝামাঝি কিংবা শেষে। কারণ, চিনি ও তেলের মতো পণ্য আমদানির পরে তা পরিশোধন করে বাজারে ছাড়ে কোম্পানিগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us